বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Post

কিশোরগঞ্জে অনুমোদনহীন যান গিলে খাচ্ছে বিদ্যুৎ 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে অনুমোদনহীন যান গিলে খাচ্ছে বিদ্যুৎ 

কিশোরগঞ্জে সড়কে অনুমোদনহীন ব্যাটারিচালিত ইজিবাইক গিলে খাচ্ছে বিদ্যুৎ। এ কারণে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের সুফল মিলছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ব্যাটারিচালিত যানবাহনকে আমদানির অনুমোদন দেয়নি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ)। ইঞ্জিনচালিত নয় বলে এসব যানকে সড়কে চলাচলের জন্য লাইসেন্স দেয় না। কিন্তু বিদ্যুৎ বিভাগ এসব অবৈধ ব্যাটারিচালিত যানবাহন চার্জ দেয়ার জন্য আলাদা ট্যারিফ নির্ধারণ করে সংযোগ দিচ্ছে।

অবৈধ এসব ইজিবাইকগুলো ভোর থেকে রাত ১০টা পর্যন্ত কিশোরগঞ্জ শহরজুড়ে চষে বেড়াচ্ছে। যার ফলে যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

খোঁজ নিয়ে দেখা গেছে, একটি ইজিবাইকে ৫টি ১২ ভোল্টের ব্যাটারি থাকে। সাধারণ হিসাবে পাঁচটি ১২ ভোল্টের ব্যাটারিতে ১ দশমিক ৭৫ কিলোওয়াট থেকে ২ কিলোওয়াট ক্ষমতা থাকে। গড়ে ১ দশমিক ৫ কিলোওয়াট ধরে দিনে একটি ৫ ব্যাটারিসংবলিত ইজিবাইক ৮ ঘণ্টা চার্জ দিলে বিদ্যুৎ খরচ হয় দিনে ১৪ ইউনিট। 

অর্থাৎ শহরে দৈনিক প্রায় ৩ হাজার ইজিবাইক বিদ্যুৎ পাচ্ছে ৪২ হাজার ইউনিট। চারটি ১২ ভোল্টের ব্যাটারিযুক্ত একটি মোটা চাকার রিকশায় ৮ ঘণ্টা চার্জ দিতে দিনে ১১ দশমিক ২ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়। দৈনিক শহরে চলা প্রায় ২ হাজার মোটা চাকার রিকশায় বিদ্যুৎ খরচ হয় ২২ হাজার ৪০০ ইউনিট। বাকি ৩০ অ্যাম্পিয়ার ব্যাটারির চিকন চাকার রিকশা-ভ্যান প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলা যানে দৈনিক প্রায় ২৫ হাজার ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে।

এ বিষয়ে জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ বলেন, শহরে ভোগান্তির বড় কারন যানজট। বিভিন্ন সময় যানজট নিরসনে প্রশাসন নানামুখী উদ্যোগ নিলেও কী কারণে তা বাস্তবায়ন হচ্ছে না তা বোধগম্য নয়। অতিরিক্ত ব্যাটারিচালিত যানে যেমন বিদ্যুতের অপচয় হচ্ছে তেমনি যানজটেও মানুষের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ বলেন, লোডশেডিং কমাতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বিদ্যুৎ চালিত অবৈধ যানের বিরুদ্ধে যদি সঠিক ব্যবস্থা নেয়া যায় তাহলে সাধারণ গ্রাহক বিদ্যুতের সুফল পুরোপুরিভাবে ভোগ করতে পারবে।

কিশোরগঞ্জ ট্রাফিকের উপ-পরিদর্শক সানিউল হক বলেন, কিশোরগঞ্জ শহরে মানুষের কর্মচাঞ্চল্য বাড়লেও রাস্তাঘাট প্রশস্ত হয়নি। শহরে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত পরিবহন হওয়ায় যানজট সব সময় লেগেই থাকে। তবে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে অবৈধভাবে চলা যানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়া হচ্ছে।

টিএইচ